কলকাতাFriday, 18 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মাঝ আকাশে বিমানে বোমাতঙ্কের ভুয়ো রুখতে কড়া আইন আনছে কেন্দ্র

asim kumar
October 18, 2024 3:43 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক:  মাঝ আকাশে বিমান বিভ্রাট নতুন কিছু ঘটনা নয়, প্রায়শই এই ঘটে চলেছে। বোমাতঙ্কের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জরুরি অবতরণ করানো হচ্ছে বিমানটিকে। হয়রানি শিকার হতে হচ্ছে যাত্রীদের।

 

বোমাতঙ্কের ভুয়ো খবর রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার

বিমানে বোমাতঙ্কের ভুয়ো খবর ছড়ালে আজীবন বিমানযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সম্প্রতি যে ঘটনাগুলি হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এই আইনগুলির সংশোধনীর পথে এগোচ্ছে অসামারিক বিমান প্রতিরক্ষা মন্ত্রক। কি শাস্তি হবে, তা নির্ধারণ করার জন্য আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, আইন মন্ত্রক এবং অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে আলোচনা শুরু করেছে।

Read more: শিয়ালদহ ইএসআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু এক রোগীর

আগে বিমানের অভ্যন্তরে অশালীন আচরণ ও বিমানে থাকাকালীন বোমাতঙ্ক ছড়ালে নো ফ্লাই লিস্ট-এ নাম অন্তর্ভুক্ত করা হত। কিন্ত এবার থেকে বাইরে থেকে কোন ধরনের ফোন কল, সামাজিক মাধ্যম বা ইমেলের মাধ্যমে বোমাতঙ্ক ছড়ালে বিমানযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। এবার কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার।