পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যের চারটি ধর্ষণের মামলায় এবার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার এবং হাঁসখালি এই চার জায়গায় ধর্ষণের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার তদন্তে নেতৃত্ব দেবেন আইপিএস দময়ন্তী সেন। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তবে দময়ন্তী সেনের যদি তদন্ত করতে আপত্তি থাকে তাহলে তিনি হাইকোর্টকে জানাতে পারেন। এমনটাই জানিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার ধর্ষণের চারটি ঘটনায় জনস্বার্থ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। তাতেই বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মুহুর্তে ডিআইজি ট্রেনিং পদে রয়েছেন দময়ন্তী। একসময় তিনি ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা আধিকারিক।
এর আগে প্রতিটি ধর্ষণ মামলায় হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। হাঁসখালি ধর্ষণ মামলায় অবশ্য হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন এই ধরনের ঘটনায় আমরা বাকরুদ্ধ। এর আগে দিল্লিতে বা দেশের অন্য জায়গায় এই ধরনের অভিযোগ পাওয়া যেত। অ্যাডভোকেট জেনারেল পাল্টা বলেন এই রাজ্য মহিলাদের জন্য যথেষ্ট নিরাপদ। তখন বিচারপতিরা বলেন তাহলে এই ধরণের ঘটনা কেন বারংবার ঘটছে। এরপরেই নির্দেশ দেওয়া হয় সিট গঠনের।