পুবের কলম প্রতিবেদক: রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য সরকার। ‘রাজ্যে শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে।’ বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, দ্রুতই শিক্ষক নিয়োগ হবে। তবে এখন নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে। সেই সমস্যার দ্রুত সমাধান হবে আর দ্রুত নিয়োগ হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামীদিনে কোনও শূন্য পদ থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই আমরা এগোচ্ছি। কী ভাবে কবে সেটা এখনই সুনির্দিষ্ট বলা সম্ভব নয়। তবে আমরা নিয়োগ করব।
উল্লেখ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। টেট উত্তীর্ণরাও নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। কখনই বিকাশ ভবনের সামনে কখনও হাজরা উত্তপ্ত হয়েছে। পারদ চড়েছে জেলাগুলিতেও। চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি তাঁদের অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে গত সপ্তাহেই। শিক্ষামন্ত্রীর এই আশ্বাস চাকরিপ্রার্থীদের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
গত বিধানসভা অধিবেশনেও শিক্ষামন্ত্রী বলেছিলেন দুমাসের মধ্যেই নিয়োগ হবে। কিন্তু আদৌ তা বাস্তবায়িত হয়নি। সেই বিষয়টি বিধানসভায় মনে করিয়ে বিরোধীরা। ব্রাত্য বসু প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন, দুমাসের মধ্যে নিয়োগ হবে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
সূত্রের খবর এখনও পর্যন্ত পাঁচ হাজার চাকরি প্রার্থীর মামলা নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। হাইকোর্টের সাম্প্রতিক রায় অনুসারে দ্রুত চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন করতে হবে। যদি শিক্ষামন্ত্রীর এই আশ্বাস বাস্তবায়িত হয় তাহলে বিষয়টি অনেকটাই ইতিবাচক বলে মনে করা হচ্ছে।