পুবের কলম, ওয়েবডেস্ক: বেলডাঙায় যাওয়ার পথে পুলিশের হাতে ‘গ্রেফতার’ সুকান্ত । জানা গেছে, এদিন বেলডাঙা যাওয়ার পথে সুকান্তকে বাধা দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তাতেই বসে পড়েন তিনি। উঠতে বললে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। এরপরই বিশাল পুলিশ বাহিনী এসে / সুকান্ত মজুমদার-সহ বিজেপির কয়েকজন কর্মকর্তাকে আটক করে। প্রিজন ভ্যানে করে তাঁদের নিয়ে যাওয়া হয় কোতওয়ালি থানায়।
আরও পড়ুন: ১১টা পর্যন্ত ভোট পড়ল ১৮ শতাংশ , মহারাষ্ট্রে ভোট দিলেন এক ঝাঁক তারকা
উল্লেখ্য, অনাকাঙ্খিত একটি ঘটনার জন্য বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে আছে বেলডাঙ্গা। কার্তিক পুজোকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেটা ক্রমশই দাঙ্গার রূপ ধারণ করে। পুলিশ ও শাসক দলের তৎপরতায় বিষয়টি ভয়াবহ আকার ধারণ না করলেও ক্রমাগত সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে বিজেপি। সুকান্ত ওই এলাকায় গেলে নতুন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এই যুক্তি দেখিয়েই এদিন দুুপুরে সুকান্তর পথ আটকায় পুলিশ। এদিন নদিয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কে সুকান্তর গাড়ি আটকায় পুলিশ।
পুলিশের তরফে বলা হচ্ছে বেলডাঙায় ১৪৪ ধারা জারি রয়েছে । সে কারণেই তিনি সেখানে যেতে পারবেন না।