২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

করিমগঞ্জের নাম বদলে হচ্ছে শ্রীভূমি

ইমামা খাতুন
  • আপডেট : ২০ নভেম্বর ২০২৪, বুধবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্ক:  এবার করিমগঞ্জের নামে কোপ। নাম বদলে হচ্ছে শ্রীভূমি। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর দেশের নানা প্রান্তে মুসলিম ঐতিহ্য ও অনুষঙ্গ ধুয়ে মুছে ফেলার উদ্যোগ শুরু হয়। ইলাহাবাদের নাম বদলে করা হয় প্রয়াগরাজ। মুঘলসরাই স্টেশনের নাম বদলে রাখা হয় সংঘের তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়ের নামে। এই তালিকায় শেষ সংযোজন দিল্লির কালে খান চকের নাম বদলে বিরসা মুণ্ডা চক করা হয়েছে। এবার এই নামবদলের ধারাবাহিকতা দেখা যাচ্ছে অসমে।

মঙ্গলবার অসম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিমগঞ্জের নাম বদলের। প্রাচীন এই এলাকার নাম পালটে রাখা হবে শ্রীভূমি। এদিন মন্ত্রিসভা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমের সামনে জানান। হিমন্তের যুক্তি একশো বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুক্ষণের জন্য পা রেখেছিলেন করিমগঞ্জে। তখনই তিনি জায়গাটির সুজলা-সুফলা পরিবেশ দেখে শ্রীভূমি নামকরণের কথা বলেছিলেন। কবিগুরুর সেই ইচ্ছাকেই গ্রহণ করে শ্রীভূমি নাম রাখা হচ্ছে করিমগঞ্জ জেলার নামবদলে। যদিও এর পেছনে হিমন্তের আসল উদ্দেশ্য মুসলিম অনুষঙ্গ করিমগঞ্জের নামটাই মুছে ফেলা বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, করিমগঞ্জ অসমের বরাক উপত্যকার একটি জেলা। জেলার সদর দফতর করিমগঞ্জ শহরে। ১৯৪৭ সালের আগে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলের সঙ্গে যুক্ত ছিল। দেশভাগের সময় গণভোটের মাধ্যমে করিমগঞ্জ সিলেট থেকে বিচ্ছিন্ন হয়ে অসমের শিলচরের সঙ্গে যুক্ত হয়। ১৯৮৩ সালে এটি আলাদা জেলা হিসাবে গণ্য হয়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করিমগঞ্জের নাম বদলে হচ্ছে শ্রীভূমি

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  এবার করিমগঞ্জের নামে কোপ। নাম বদলে হচ্ছে শ্রীভূমি। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর দেশের নানা প্রান্তে মুসলিম ঐতিহ্য ও অনুষঙ্গ ধুয়ে মুছে ফেলার উদ্যোগ শুরু হয়। ইলাহাবাদের নাম বদলে করা হয় প্রয়াগরাজ। মুঘলসরাই স্টেশনের নাম বদলে রাখা হয় সংঘের তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়ের নামে। এই তালিকায় শেষ সংযোজন দিল্লির কালে খান চকের নাম বদলে বিরসা মুণ্ডা চক করা হয়েছে। এবার এই নামবদলের ধারাবাহিকতা দেখা যাচ্ছে অসমে।

মঙ্গলবার অসম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিমগঞ্জের নাম বদলের। প্রাচীন এই এলাকার নাম পালটে রাখা হবে শ্রীভূমি। এদিন মন্ত্রিসভা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমের সামনে জানান। হিমন্তের যুক্তি একশো বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুক্ষণের জন্য পা রেখেছিলেন করিমগঞ্জে। তখনই তিনি জায়গাটির সুজলা-সুফলা পরিবেশ দেখে শ্রীভূমি নামকরণের কথা বলেছিলেন। কবিগুরুর সেই ইচ্ছাকেই গ্রহণ করে শ্রীভূমি নাম রাখা হচ্ছে করিমগঞ্জ জেলার নামবদলে। যদিও এর পেছনে হিমন্তের আসল উদ্দেশ্য মুসলিম অনুষঙ্গ করিমগঞ্জের নামটাই মুছে ফেলা বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, করিমগঞ্জ অসমের বরাক উপত্যকার একটি জেলা। জেলার সদর দফতর করিমগঞ্জ শহরে। ১৯৪৭ সালের আগে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলের সঙ্গে যুক্ত ছিল। দেশভাগের সময় গণভোটের মাধ্যমে করিমগঞ্জ সিলেট থেকে বিচ্ছিন্ন হয়ে অসমের শিলচরের সঙ্গে যুক্ত হয়। ১৯৮৩ সালে এটি আলাদা জেলা হিসাবে গণ্য হয়।