পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত ‘একেনবাবু’ গোয়েন্দা চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্তের। বুধবার বাইপাসের ধারে তার নিজস্ব ফ্ল্যাট থেকে ৭৮ বছর বয়সী সুজন দাশগুপ্তের দেহ উদ্ধার করে পুলিশ। এই মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকালে তার বাড়ির পরিচারিকা ডাকাডাকি করলেও কেউ বাড়ির দরজা না খোলায় সন্দেহ বাড়ে। খবর দেওয়া হয় তার আত্মীয়কে। পুলিশ এসে সুজন দাশগুপ্তের দেহ উদ্ধার করে ফ্ল্যাটের বাথরুমের সামনে থেকে। মুখে রক্তের দাগ ছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পড়ে গিয়ে মৃত্যু হয়েছে রহস্যরোমাঞ্চকর লেখক সুজন দাশগুপ্তের। জানা গিয়েছে, বাড়িতে একাই ছিলেন তিনি। গতকালই নিজের একটি কাজে শান্তিনিকেতনে গিয়েছেন সুজন দাশগুপ্তের স্ত্রী। বিদেশ থাকেন তাঁর মেয়ে। মৃত্যুর খবর দেওয়া হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, সুজন দাশগুপ্তের তৈরি একেন বাবু চরিত্রটি তুমুল জনপ্রিয়। একেন বাবুকে নিয়ে অসংখ্য গোয়েন্দা গল্প লিখেছেন তিনি। সেই সব গল্প থেকে তৈরি হয়েছে ওয়েবসিরিজ ও সিনেমাও। একেন বাবুর চরিত্রে অভিনয় করেন অনির্বাণ চক্রবর্তী। লেখকের অকস্মাৎ মৃত্যুতে হতবাক সকলেই।