পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন চিকিৎসকরা৷ দাবিপূরণে বেঁধে দিলেন ডেডলাইন। ১০ দফা দাবি পূরণ করতে রাজ্যকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা। সময়ের মধ্যে দাবি না মানলে আগামী মঙ্গলবার রাজ্যজুড়ে সরকারি ও বেসরকারি সব হাসপাতালে সর্বাত্মক ধর্মঘট পালন করবেন চিকিৎসকরা৷
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, ধর্মঘট চলাকালীন কোনও রোগীর কিছু হলে তার দায়ও রাজ্য সরকারকেই নিতে হবে বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে৷
Read More: স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি, নাকচ করে দিলেন মুখ্যমন্ত্রী
শুক্রবার আন্দোলনের রূপরেখা নির্ধারণ করতে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেন জুনিয়র চিকিৎসকরা৷ আগামী তিন দিনের চূড়ান্ত কর্মসূচি ঠিক হয়েছে শুক্রবারের বৈঠকে। বৈঠকে ঠিক হয়, জুনিয়র চিকিৎসকদের তোলা দশ দফা দাবি পূরণ না হলে মঙ্গলবার চিকিৎসা পরিষেবা ধর্মঘট পালন করা হবে৷