পুবের কলম, ওয়েবডেস্ক: দশ দফা দাবিতে ধর্মতলা অনশন মঞ্চে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। টানা ১৫ দিন ধরে এই আন্দোলন চলছে। এদিন ১০ দফা দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সওয়াল করেন আন্দোলনকারিরা। তারা স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি তোলেন, নাকচ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন অনশন রত চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দেখা করতে আসেন মুখ্য সচিব মনোজ পন্থ। মুখ্য সচিবের ফোনে বার্তা দিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। অনশন তুলে নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন তিনি ফের বলেন, আমি দিদি হিসেবে তোমাদের সঙ্গে কথা বলছি।
Read more: Breaking: অনশন আন্দোলন থেকে চিকিৎসকদের সরে আসার আবেদন, ফোনে বার্তা মুখ্যমন্ত্রীর
সমাজে তোমাদের প্রয়োজন। সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা না পেলে কোথায় যাবে? মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রায় তোমাদের সব দাবিই মেনে মেনে নিয়েছি। আমাকে তিন থেকে চার মাস সময় দেওয়া হোক। পরিস্থিতি স্বাভাবিক হতে দিন আপনারা। অনশন প্রত্যাহার করে কাজে ফেরার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলে কোর্টে মামলা বিচারাধীন, জাস্টিস মিলবে।
2 Comments
Pingback: রাজ্য সরকারকে হুঁশিয়ারি, দাবিপূরণে ডেডলাইন বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা
Pingback: নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহেও ফের বৃষ্টির পূর্বাভাস - PuberKalom.com