পুবের কলম প্রতিবেদকঃ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে স্কুল। তবে স্কুলে পড়ুয়াদের পাঠানো ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই বলেই আগেই জানিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে যারা স্কুল আসবেন তাদের এই নির্দেশগুলি মেনে চলতে হবেঃ
নির্দেশিকা এক নজরেঃ
১-ক্লাস শুরুর আধঘণ্টা আগে আসতে হবে পড়ুয়াদের
২-নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০ থেকে দুপুর ৩.৩০।
৩-দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১টা থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।
৪- প্র্যাকটিক্যাল ক্লাসও শুরু হবে ১৬ নভেম্বর থেকেই।
৫-স্কুলের করিডর– গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে গোল দাগ কেটে দিতে হবে।
৬-স্কুলে আপাতত অভিভাবকরা প্রবেশ করতে পারবেন না।
৭-স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়াই আংটি, বালা, হার-সহ কোনও গয়না পরতে পারবে না।
৮-ক্লাসে বসার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি মানতে হবে। বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না।
৯-একটি বেঞ্চে দু’জন পডYয়া বসলে, তার পরের বেঞ্চে একজন পড়ুয়া বসতে পারবে।
১০-স্কুলে দেওয়া হবে না রান্না করা মিড-ডে মিল। সেক্ষেত্রে– আগের মতোই বাড়িতে মিড-ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে।
১১-স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
১২-সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক।
১৩-স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না। পানীয় জল, বই, কলম আদান-প্রদান করা যাবে না।