পুবের কলম, ওয়েবডেস্ক: যত কাণ্ড ট্রেন আর বিমানে। এবার জবলপুরগামী ⊕জনশতাব্দী এক্সপ্রেসে দেখা মিলল সাপের। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দু’দিন আগে। এদিন ঘটনাটি প্রকাশ্যে আসে।
রেল আধিকারিক সূত্রে খবর, ট্রেনের কামরায় সাপ পাওয়া গিয়েছে বলে একটি অভিযোগ হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তবে ট্রেনে সাপ এল কি ভাবে,বা বহিরাগত কেউ আতঙ্ক ছাড়ানোর উদ্দেশ্যে বগিতে সাপ ছেড়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাপ্রসঙ্গে এক যাত্রী অভিযোগ করে জানিয়েছেন, ট্রেনের ভিতরে যত্রতত্র সাপ ঘুরে বেড়াচ্ছে। এই ধরণের ঘটনা অগ্রহণযোগ্য। যাত্রী নিরাপত্তা কোথায়?
♠সংখ্যালঘু সমাজের উন্নয়ন: আসানসোলে সংখ্যালঘু কমিশনের উদ্যোগে বৈঠক ♠
মূলত ট্রেনটি ⊕মধ্যপ্রদেশের জবলপুরের দিকে যাচ্ছিল। হঠাৎই কয়েক জন যাত্রী ট্রেনের মধ্যে সাপের উপস্থিতি ঠাহর করতে পারে। খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বগিতে। পরে সাপটিকে উদ্ধার করা হয়। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও গত সেপ্টেম্বরে জবলপুর থেকে মুম্বইগামী গরিবরথ এক্সপ্রেসে সাপ পাওয়া গিয়েছিল।
তারপর অক্টোবরেও ঝাড়খণ্ড থেকে গোয়াগামী ভাস্কো-দা-গামা এক্সপ্রেসের এসি কোচে সাপের সন্ধান পাওয়া গিয়েছিল। ট্রেনের কর্মীরাই সেই সাপ উদ্ধার করেন।