পুবের কলম, ওয়েবডেস্কঃ বৃষ্টি আর পিছু ছাড়ছে না কলকাতাবাসীর। করোনার সঙ্গে পাল্লা দিয়ে একের পর ছক্কা হাঁকিয়ে চলেছে নিম্নচাপ। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের চোখ রাঙানির দাপটে বিপর্যস্ত সাধারণ জনজীবন। আর বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানজট। একদিকে জলযন্ত্রণা অন্যদিকে ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। যাঁতাকলে শহরবাসী। সব থেকে বেশি দুর্ভোগে অফিসযাত্রীরা।
কারণ এই সুযোগে যে যার মতো ভাড়া হাঁকাচ্ছে অটো থেকে উবের। আর নিরুপায় হয়ে তাদের ইচ্ছেতে হ্যাঁ মেলানো ছাড়া কারুর কোনও উপায় নেই। এখনও বহু জায়গায় জল জমে আছে। ফলে যে রাস্তাটি আধঘন্টায় পৌঁছনোর কথা, সেটি প্রায় একঘন্টা থেকে দুঘন্টায় পৌঁছেছে। অটো ভাড়া সব জায়গাতেই দ্বিগুণ। জল যন্ত্রণার পাশাপাশি ওলা, উবেরের মতো ক্যাবের ভাড়াও বেড়েছে।
রুবি হাসপাতাল থেকে হাওড়া স্টেশন যেতে কেউ ভাড়া চেয়েছে হাজার টাকার বেশি। বিমানবন্দর যেতে চাইলে ১২৬৯ টাকা। আর রুবি থেকে মধ্য কলকাতার ১০ মিনিটের রাস্তা পার হতে গেলে গুনতে হবে ৮০৩ টাকা। অটো ভাড়া যেখানে ১০ টাকা সেই জায়গার ভাড়া হয়েছে ২০ থেকে ২৫ টাকা। বেহালা থেকে গড়িয়াহাটের ভাড়া কখন ৩০ বা ২৫-এর মধ্যেই থাকে, কারণ পুরোটাই প্রায় অটোচালকদের খেয়াল খুশির ওপর নির্ভর করে। সেখানে মঙ্গলবার ভাড়া ৪০ টাকা। অবস্থা বুঝে আরও বাড়তে পারে! কাজেই বৃষ্টির জেরে এক দমবন্ধ অবস্থার মধ্যে দিয়ে চলেছে শহরবাসী।