পুবের কলম, ওয়েবডেস্কঃ স্বস্তি নেই। ফের ধেয়ে আসছে তুমুল বৃষ্টি। এমনই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরেই ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে আগামী রবিবার থেকে ফের ওড়িশা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এদিকে রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে এখনও জলমগ্ন কলকাতা। কোথাও হাঁটু সমান আবার কোমড় সমান জল। আজ মঙ্গলবার বৃষ্টি একটু কমলেও মেঘলা আকাশ। তবে আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে এটি নিম্নচাপ শক্তিবৃদ্ধি করছে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে আজও। সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান- এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান এই জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। আগামিকাল অর্থাৎ, বুধবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রবিবার ঘূর্ণাবর্তের সঙ্গে সমস্যা বাড়িয়েছে পূর্ণিমার ভরা কোটাল। ভরা কোটালের জন্য সকাল সাড়ে দশটার পর থেকেই সব লকগেট বন্ধ। ফলে জমা জল বের করাটাই সমস্যা হয়ে দাঁড়ায় পুরসভার কাছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে রবিবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পাতিপুকুর, উল্টোডাঙা, কাঁকুরগাছি আন্ডারপাস জলের তলায়। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধি রোড, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট জল থইথই। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ, হাঙ্গারফোর্ড স্ট্রিটেও জলে থৈ থৈ। এদিকে রাতভর ব্যাপক বৃষ্টিতে জল জমেছে রেললাইনে। জলমগ্ন হাওড়া ও টিকিয়াপাড়া কারশেড। ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। হাওড়া স্টেশনের দুই শাখায় খুব ধীরগতিতে চলে ট্রেন। কলকাতা বিমানবন্দরের টারমার্কে জল জমে যাওয়ায় বিমান ওঠানামায় দেরি হয়।
রবিবার রাত বারোটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত শহর কলকাতার নিকাশি পাম্পিং স্টেশনের পরিসংখ্যান অনুযায়ী বেলগাছিয়ায় ১০০ মিলিমিটার, ধাপায় ১৪৬ মিলিমিটার, মানিকতলায় ৯৮ মিলিমিটার, তপসিয়ায় ১৩০ মিলিমিটার, ঠনঠনিয়ায় ১০০ মিলিমিটার, উল্টোডাঙায় ১২৫ মিলিমিটার, বালিগঞ্জে ১২৩ মিলিমিটার, চেতলায় ১১৪ মিলিমিটার, কালীঘাটে ১২৭ মিলিমিটার, যোধপুর পার্কে ১১৭ মিলিমিটার, মোমিনপুরে ১১৬ মিলিমিটার, বেহালায় ১০২ মিলিমিটার এবং পামারবাজারে ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে যানজটে নাকাল শহরবাসী। যানবাহনে তৈরি হয়েছে সংকট। সুযোগ বুঝে অটো থেকে উবের দ্বিগুণ ভাড়া হাঁকাচ্ছে। এক কথায় দুর্ভোগে শহরবাসী।
ব্রেকিং
- মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮
- ওয়াকফ নিয়ে জেপিসির বৈঠকে হট্টগোল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় -সহ ১০ বিরোধী সাংসদ সাসপেন্ড
- ফলতায় সেবাশ্রয়: দৈনিক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে হাজার হাজার রোগী
- ডিটেনশন ক্যাম্পে কেন আটকে রাখা হয়েছে ২৭০ বিদেশিকে? অসম সরকারকে সুপ্রিম ভর্ৎসনা
- ট্রেনে নৃশংস হত্যাকাণ্ড: অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আদালতের
- মমতার অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, কাজ করতে চান ‘দিদি’র সঙ্গে
- পাথরে ভরা দূর্গম পথ হেঁটে মদিনার উদ্দেশ্যে ইউসুফ
- কুয়াশার জেরে ব্যহত বিমান পরিষেবা
- সাহাজাদাপুরে তৃনমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক পেল বজবজের সুস্মিত নস্কর
- বাঘের গতিবিধি বুঝতে সুন্দরবনের লোকালয়ে বসানো হচ্ছে ১০০টি ক্যামেরা
- ঠাকুরপুকুর এলাকার ভাড়া বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার