পুবের কলম, ওয়েবডেস্কঃ সবুজ সংকেত মিললেই ১ লা বৈশাখ থেকে শিয়ালদা থেকে চলবে মেট্রো। এমনটাই খবর ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের সূত্রে। সেফটি কমিশনের তরফে সবুজ সংকেত মিললেই পরিষেবা শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চালু হয়েছে দু’বছর আগেই। তবে রুট অনেকটাই কম দূরত্ব হওয়ার কারণে যাত্রী সে হারে হচ্ছে না। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীসংখ্যা প্রচুর বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেক্টর ফাইভ থেকে যাতায়াতে এখনও অনেকটাই সমস্যা হয়। কিন্তু মেট্রো চালু হলে সেই সমস্যার সমাধান হবে। ভবিষ্যতে এটি উত্তর-দক্ষিণ শাখার সঙ্গে সংযুক্ত করা হবে। তখন সেক্টর ফাইভ যাত্রায় আরও সুবিধা হবে।
বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবার সময় সকাল আটটা থেকে রাত সাড়ে সাতটা। কিন্তু শিয়ালদা থেকে মেট্রো পরিষেবা চালু হলে তার সময় হতে পারে সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা।
সূত্রের খবর, শিয়ালদা স্টেশন থেকে মেট্রো সর্বনিম্ন ভাড়া থাকছে ১০ টাকা। এরপরে ১৫ টাকার কোনও ভাড়া নেই। ১০ টাকার পর ভাড়া ২০ টাকা। সেটাই সর্বোচ্চ। তবে ওই রুটের অন্যান্য স্টেশন থেকে ন্যূনতম ভাড়া ৫ টাকা আগের মতোই থাকছে। যাত্রী সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে গড়ে উঠেছে শিয়ালদা মেট্রো স্টেশন।
এখানে ১৮টি এসক্যালেটর, ৫টি লিফট এবং ৮টি সিঁড়ি থাকছে। এই পরিষেবা চালু হয়ে গেলে ফুলবাগান থেকে শিয়ালদা প্রায় আড়াই কিলোমিটার পথ নীরবচ্ছিন্নভাবে যেতে পারবেন মানুষজন।