শান্তিনিকেতন: শান্তিনিকেতনের পূর্ব পল্লীর মাঠে ফিরতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। বুধবার বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে কর্মীপরিষদের বৈঠক হয়। বৈঠকে কর্মীপরিষদের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, শান্তিনিকেতন ট্রাস্ট পৌষমেলার আয়োজন করবে। তাকে সাহায্য করবে বিশ্বভারতী। জেলা প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হবে যাতে পৌষমেলা সুষ্ঠুভাবে হয়। জেলা প্রশাসন ছাড়া মেলা সম্ভব নয়। আইন শৃঙ্খলা রক্ষা ছাড়াও, যে জলাশয়গুলো আছে সেগুলো পরিস্কার করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে মেলা তোলা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কঠিন। তবে এটুকু বলতে পারি উনিশ সালের মতো সেই ঐতিহ্যবাহী মেলা আবার ফিরতে চলেছে।
স্বাভাবিকভাবেই পৌষমেলার খবরে খুশির হাওয়া বিভিন্ন মহলে। এলাকাবাসী থেকে হস্তশিল্পী মহল উচ্ছসিত। বিগত বেশ কয়েকটা বছর পৌষমেলা নিয়ে টানাপোড়েন দেখা গেছে। রাজ্যসরকার সদর্থক পদক্ষেপ নেওয়াই শান্তিনিকেতন ট্রাস্ট, বাংলা সংস্কৃতিমঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠনকে পাশে নিয়ে বোলপুর ডাকবাংলো মাঠে ছোট আকারের এই মেলা হয়। শান্তিনিকেতনের পূর্ব পল্লীর মাঠে পুরানো আমেজে পৌষমেলা ফিরে এলে পৌষমেলা তার কৌলিন্য ফিরে পাবে, এমন আশায় বুক বাঁধছে মেলা প্রেমিকরা।