পুবের কলম প্রতিবেদক: রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় যাবেন। তবে প্রথম টেস্টে তিনি থাকবেন কিনা সে ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, রোহিত শর্মা পারথে প্রথম ম্যাচে থাকবেন কিনা সেটা পরে বোঝা যাবে। এখনই কোনও কিছু চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়ায় দুটি দল ভাগ হয়ে গিয়েছে। কিন্তু প্রথম দলের সঙ্গে তো নয়ই, দ্বিতীয় দলের সঙ্গেও অস্ট্রেলিয়ায় যাননি রোহিত। তখনই সংশয় প্রকাশ করা হচ্ছিল শেষ পর্যন্ত প্রথম টেস্টে রোহিতকে পাওয়া যাবে কিনা তা নিয়ে। আসলে যে সময়ে পারথে বর্ডার গাভাসকর সিরিজের প্রথম টেস্ট চলবে, সেই সময়েই রোহিতের দ্বিতীয় সন্থান জন্ম নেওয়ার কথা। তাই পিতৃ কর্তব্য পালন করতে রোহিতকে পরিবারের সঙ্গে থাকা খুব জরুরী। সেই জন্যেই বোর্ডের কাছে আগেভাগে প্রথম টেস্টের আগে ছুটি চেয়ে বসেছিলেন হিটম্যান। যদিও সেই ছুটি তিনি পাবেন কিনা তা এখনও জানা যায়নি।
এদিকে অস্ট্রেলিয়ায় যখন ভারতীয় দল অনুশীলনে নেমে পড়েছে, তখন রোহিতও বর্ডার গাভাসকার ট্রফির জন্য প্রস্তুতিতে নেমে পড়েছেন। তবে মুম্বইয়ে। প্রশ্ন জাগছে, তাহলে কি পারথে প্রথম টেস্টের আগেই রোহিত উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ হার ও হোয়াইটওয়াশ হয়ে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বেশ কড়াকড়ি করছে। তারা কিছু কঠোর সিদ্ধান্ত নিতে চায়। প্রয়োজনে কারও আবেদন করা ছুটিও বাতিল করতে চায় বোর্ড। রোহিত গম্ভীরকেও সেটা জানানো হয়েছে।
রোহিত তাই কয়েকদিন আগে মনস্থির করেছিলেন তিনি অস্ট্রেলিয়ায় যাবেন। যদিও নিশ্চিত করে কিছু জানাননি। তবে শোনা গিয়েছিল দলের সঙ্গে না গেলেও পরিস্থিতি বিবেচনা করে রোহিত হয়ত জাতীয় কর্তব্য পালনে অস্ট্রেলিয়া উড়ে যাবেন। আর তাই নিজেকে তৈরি রাখছেন পরিবর্তিত পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার জন্য। পারথে প্রথম টেস্টে তিনি যদি খেলতে নাও পারেন, তাহলেও বাকি চারটি টেস্টে তিনি থাকবেন। সেদিকে তাকিয়েও রোহিতের অনুশীলন বলে মনে করা হচ্ছে। বুধবার রোহিতকে দেখা গেল রিলায়েন্স কর্পোরেট পার্কে দীর্ঘক্ষণ অনুশীলন করতে। কখনও তিনি বড় শট খেলছেন, কখনও আবার রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা গেল হিটম্যানকে। আসলে অস্ট্রেলিয়ার কন্ডিশন চিন্তা করে ভারত অধিনায়ক নিজেকে মানিয়ে নিতে চাইছেন। প্রথম ম্যাচে তিনি যদি নাও খেলতে পারেন, তাহলেও মেলবোর্ন, অ্যাডিলেডে ভারতকে কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে হতে পারে ভেবেই সেইমতো অনুশীলন সারছেন রোহিত।