পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে উত্তেজনা অব্যাহত কলকাতাজুড়ে। সেই আবহেই এবার দিল্লির এইমস হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ উঠল। হাসপাতালের মুখ্য নিরাপত্তা আধিকারিকের বিরুদ্ধে এই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।
মহিলাদের নিরাপত্তার দাবিতে যখন আরজি কর কাণ্ডে চিকিৎসকদের অনশন আন্দোলন অব্যাহত। সেখানে নিরাপত্তায় থাকা কর্মীর বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। নির্যাতিতা জানিয়েছেন, হাসপাতালেই নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ওই মহিলা। তার রাতে রস্টার বদলের অছিলায় এই যৌন হেনস্থার ঘটনা ঘটেছে।
গত ২ অক্টোবর কাজের রস্টার জানার জন্য অভিযুক্ত আধিকারিকের কাছে গিয়েছিলেন ওই মহিলা। সেখানে তিনি জানিয়েছিলেন তার রাতের রস্টার বদল করে দেওয়া হোক।স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে থাকেন তিনি। তাই তিনি রাতের ডিউটি বদলের আবেদন জানিয়েছিলেন।
ওই মহিলা নিরাপত্তারক্ষীর আবেদন মানা তো দূরের কথা, তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। কাজ থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। ঘটনায় গত ৩ অক্টোবর তফসিলি জাতীয় কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগের একটি কপি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও এইমসের অধিকর্তা এম শ্রীনিবাসের কাছে পাঠিয়েছেন তিনি।
Read more: বৃহস্পতির চাঁদ ইউরোপায় পানির খোঁজে নাসার যান!
হাসপাতালের যে চত্বরে এই ঘটনা ঘটেছে সেখানে সিসি ক্যামেরা বসানোর দাবি তুলেছেন তিনি। ঘটনার এইমসের নির্দেশক ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে।