ভোপাল: আস্ত ওভারব্রিজ দাঁত দিয়ে কাগজের মতো কুচি কুচি করে কেটে নষ্ট করেছে ইঁদুর! অবিশ্বাস্য হলেও এমনই দাবি মধ্যপ্রদেশ পূর্ত দফতরের। প্রথম বার ইঁদুরের বিরুদ্ধে প্রায় ৩০ বছরের পুরনো ওভার ব্রিজ নষ্ট করার অভিযোগ উঠল। এতদিন শোনা যেত, ইঁদুর ঘরের জিনিসপত্র কিংবা মাঠের ফসলের ক্ষতি করে। কিন্তু আস্ত একটা ওভার ব্রিজ নষ্ট করে দিয়েছে এবং যার ফলে ওভার ব্রিজের সিসি স্ল্যাব ভেঙে পড়েছে, এমন অভিযোগ আগে শোনা যায়নি। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের অশোক নগরে।
পূর্ত দফতরের তরফে জানানো হয়েছে, অশোক নগরে ৩০ বছর আগে তৈরি ওভার ব্রিজটি ইঁদুরের ‘কামড়ে’ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে এখন ওভার ব্রিজটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওভার ব্রিজে জায়গায় জায়গায় গর্ত তৈরি হয়েছে।
৩০ বছরের পুরনো ওভারব্রিজে গত দু’দিন আগে বড় গর্ত লক্ষ্য করেন দফতরের কর্মীরা। অল্প সময়ের মধ্যেই ওভারব্রিজের সিসি স্ল্যাব পুরোপুরি ভেঙে ওভার ব্রিজটিতে বড় গর্তে পরিণত হয়। খবর পেয়ে প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেড তৈরি করেন এবং যান চলাচল পুনরায় চালু করতে ট্রাফিক পুলিশ মোতায়েন করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ৩০ বছরের পুরনো ওভার ব্রিজে গর্তের কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। ব্রিজ কর্পোরেশনের ইঞ্জিনিয়ার রবি শর্মা জানান, বছরের পর বছর ধরে ইঁদুররা এর ভেতর থেকে মাটি বের করে ভিতরে ফাঁপা করতে থাকে, ফলে ওভারব্রিজের সিসি স্ল্যাবটি হঠাৎ ভেঙে যায়।
পিডব্লিউডি বিভাগ জানিয়েছে, আবার সিসি স্ল্যাব বসানো হবে। রবি শর্মা ওভার ব্রিজ মেরামত সম্পর্কে বলেন, ওভার ব্রিজের স্ল্যাবে মাটি ভরাট করে পুনরায় সিসি স্ল্যাব বসানো হবে। ইঁদুরে যাতে আর ক্ষতি না করতে পারে, সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।