পুবের কলম প্রতিবেদক: রমযানের প্রথম চাঁদ দেখার জন্য উৎসুুুখ বিশ্বজাহানের মুসলিম সম্প্রদায় । মুসলিম দেশ গুলি সরকারি ব্যবস্থাপনায় চাঁদ দেখার জন্য টিম তৈরি করেছে। আগের মাস শাবানের ২৯ দিন হওয়ায় চাঁদ দেখার জন্য আগ্রহী সব মুসলিম দেশ। অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রমযানের চাঁদ দেখা গেল সউদি আরবে।সউদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে চাঁদ দেখা দেওয়ায় প্রথম রোযা শনিবার ২রা এপ্রিল। চাঁদ দেখার জন্য একটি বিশেষ টিম ও সরকারি ব্যবস্থাপনা রয়েছে মুসলিম দেশ গুলিতে। সউদি আরবের সুপ্রিম কোর্ট এই ঘোষণা করে। তেমনিই আরব আমিরাতে বিচার মন্ত্রী আবদুল্লাহ সুলতান বিন আওয়াদের অধীন চাঁদ দেখা গেছে কমিটি এই ঘোষণা দিয়ে যাচ্ছে। শুক্রবার চাঁদ দেখার ঘোষণা দিয়েছে মিশর ও অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল ঘোষণা করেছে , সমস্ত প্রশংসা জাহান প্রতিপালক আল্লাহতায়ালার এবং শান্তি বর্তিত হোক আল্লাহর নবী মোহাম্মদ সা: এর উপর এবং তাঁর পরিবার ও সঙ্গী সাথীদের উপর। অস্ট্রেলিয়ার গ্রান্ড মুফতি ইমামদের সঙ্গে পরামর্শ করে ঘোষণা করেছে প্রথম রমযান হচ্ছে শনিবার ২ এপ্রিল।
যদিও ইন্দোনেশিয়া ,মালয়েশিয়া ,ব্রুনেই সরকারিভাবে ঘোষণা দিয়েছে প্রথম রোজা তাদের দেশে রবিবার ৩রা এপ্রিল থেকে। ব্রুনেই এর সুলতান ঘোষণা করেছেন , রমযানের চাঁদ দেখা যায়নি সে কারণে রমযান হবে ৩রা এপ্রিল থেকে