পুবের কলম, ওয়েবডেস্ক: ভুয়ো ভ্যাকসিন দেওয়া নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এই ঘটনায় ধৃত ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকে নিয়ে তদন্ত যত অগ্রসর হচ্ছে, ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশের দাবি, জেরায় দেবাঞ্জন স্বীকার করেছে, কোভশিল্ড ভ্যাকসিন পেতে কলকাতা পুরসভার ডেপুটি ম্যানেজারের পরিচয় দিয়ে সেরাম ইনস্টিটিউটকে মেল করেছিল সে। কিন্তু সেখান থেকে কোনও জবাব না পেয়ে ভুয়ো টিকা কিনেই ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করে দেয় দেবাঞ্জন।
এদিকে বিনামূল্যে ভ্যাকসিনের এর দাবি সহ ভ্যাকসিন কালোবাজারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে এসএফআই-এর তরফ থেকে বিক্ষোভ শুরু হয়। সোমবার কেএমসির সামনে মহিলা সমিতির পক্ষ থেকে বিক্ষোভ চলে। বিক্ষোভ চলাকালীন উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও বিক্ষোকারীদের ধস্তাধস্তি শুরু হয়।