কলকাতাMonday, 15 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের স্কুল খুলবে দ্রুতঃ ব্রাত্য বসু

mtik
November 15, 2021 3:23 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ নবম-দশম– একাদশ-দ্বাদশ– কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিক-উচ্চ প্রাথমিকের ক্লাসও দ্রুত শুরু হবে। এ কথা জানিয়েছেন– শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন– ধাপে ধাপে সব শ্রেণির ক্লাস শুরু করার ভাবনা রয়েছে। করোনা পরিস্থিতির দিকে নজর রেখেই ভবিষ্যতে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার থেকে নবম-দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুলছে। একই সঙ্গে চালু হচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাসও। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে স্কুল খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রস্তুতি নেওয়া শুরু করে স্কুলগুলি। সমস্ত ভবন স্যানিটাইজ করা হয়। এবার স্বাস্থ্যবিধি মেনেই কলেজ সমস্ত স্কুল।

স্কুলগুলিকে পাঠানো নির্দেশিকা অনুসারে– মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দফতর জানিয়েছে– নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে– সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস।

কোভিডবিধি মেনে ক্লাস নেবেন শিক্ষকরা। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশও দিয়েছে সরকার।

করোনা সংক্রমণ রুখতে ২০২০ সালের ২৩ মার্চ লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেই সময়ই বন্ধ হয়ে যায় স্কুল। তারপর ধীরে ধীরে রাজ্যের সমস্ত অফিস– দোকান-বাজার খুললেও স্কুল কলেজ কেন খুলছে না? এই প্রশ্ন বার বার উঠছিল বিভিন্ন মহলে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে স্কুল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছিল সরকার।

এবার সমস্ত অভিভাবক– শিক্ষাবিদ মহলের মতামত নিয়েই স্কুল খোলা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা দফতর।