পুবের কলম ওয়েবডেস্কঃ মৃত্যুর সঙ্গে আক্ষরিক অর্থেই খেলেছিলেন তিনপাত্তি। লড়াই টা যে ” ক্ষিদ্দার” রক্তে। তবুও হয়নি শেষ রক্ষা,২০২০ সালের ১৫ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তাঁর প্রথম প্রয়াণ বার্ষিকী।
গত বছর ৫ অক্টোবর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে সৌমিত্রের। পরের দিন বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। কোভিড-মুক্ত হন তিনি। শারীরিক অবস্থার খানিক উন্নতির কথাও জানানো হয় হাসপাতালের তরফে। ৪০ দিন লড়াইও চালান বেলভিউ হাসপাতালে।
তবে শেষ পর্যন্ত বাধ সাধে কো-মর্বিডিটি ফ্যাক্টর। একের পর এক অঙ্গ নিষ্ক্রিয় হতে থাকে। কোভিড-এনসেফ্যালোপ্যাথিই এর কারণ বলে জানান চিকিৎসকেরা। একটু একটু করে অবস্থার অবনতি হতে থাকে রোজই। শেষ রক্ষা করা আর সম্ভব হয়নি। ১৫ নভেম্বর প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা এই অভিনেতা।