কলকাতাMonday, 14 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কলকাতায় মালা রায় ও নির্বেদ রায়ের উপস্থিতিতে চিত্রকলা কর্মশালা

mtik
March 14, 2022 1:15 pm
Link Copied!

পুবের কলম প্রতিবদকঃ সম্প্রতি দক্ষিণ কলকাতায় অঙ্কন শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শিল্পীদের হাতে আঁকা চিত্র বিশেষভাবে প্রশংসা কুড়িয়ে নিয়েছে সাধারণ মানুষ থেকে বিশিষ্টদের কাছে।

উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন ও ৮৮নং ওয়ার্ডের পুর প্রতিনিধি শ্রীমতি মালা রায় ও বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন বিধায়ক শ্রী নির্বেদ রায়। দুজনেই এই বিশেষ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে, এই ধরনের বিশেষ কর্মশালার সাফল্য কামনা করেন। সাধারণ মানুষকেও শিল্পীদের পাশে থেকে তাদের আরও উৎসাহ প্রদানের আহ্বান জানান।

এই অনুষ্ঠানের নেপথ্যে রয়েছে দক্ষিণ কলিকাতা অনুশীলন সমিতি, চারুকলা ও আর্টিস্ট ক্যানভাস শিল্প পরিবার। এদের যৌথ উদ্যোগে গুণী শিল্পীদের সমাগমে এই অনুষ্ঠান একটি বিশেষ মাত্রা পায়।

 

এই কর্মশালা দেখতে ভিড় করে বিভিন্ন বয়সের মানুষ। সকলেই শিল্পীদের প্রশংসা করেন।  এই তরুণ শিল্পীদের প্রতিভা আরও বিকাশের জন্য তারা শুভ কামনা জানান।  এদের মধ্যে বেশ কিছু মানুষ এই কর্মশালা থেকে শিল্পীদের সৃষ্টির প্রশংসা করে তাদের হাতে আঁকা চিত্রকলা ক্রয় করেন।

 

সাধারণ মানুষের বক্তব্য, শিল্পীরা তাদের শিল্পের মধ্যে দিয়ে আজীবন বেঁচে থাকেন। সৃষ্টির মধ্যে দিয়েই তাদের সাফল্য। বর্তমানে ইন্টারনেটের যুগেও শিল্পীদের মর্যাদা কোনভাবে ক্ষুন্ন হওয়ার নয়।

 

শিল্পীদের মধ্যে ছিলেন আর্টিস্ট ক্যানভাস ফাউন্ডার, শিল্পী সুমন্ত ভৌমিক, সুমিতা বিশ্বাস, সমীর চন্দ্র, রেবা বণিক ধর প্রমুখ। এছাড়া যাদের নেপথ্যে থাকার জন্য এই কর্মশালা একটি বিশেষ মর্যাদা পেয়েছে তারা হলেন আমাদের পরিবারের নিয়ামক শ্রীমতি সঙ্গীতা মন্ডল, শিল্পপ্রেমী পায়েল দে, ও শিল্পী মৌমিতা।

এছাড়া ছিলেন দুই বুটিক শিল্পের কান্ডারী ‘সাজাবো যতনে’ কর্ণধার শ্রীমতি ভবানী দাস ও তুলিকাস ক্রিয়েশনের প্রতিনিধি শ্রীমতি সুকন্যা রাহা, চারুকলা কর্ণধার রাজদীপ দাস।