পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনেও মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন শিল্পই আমার মূল লক্ষ্য। সেই সঙ্গে উদ্বোধনের দিন রাজ্যপালকে ধন্যবাদ জানান তিনি।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনাকালে সম্মেলন নিয়ে সংশয় ছিল, তাও আমরা করতে পেরেছি। তার পরেও বাংলা করে দেখিয়েছে। মমতা এদিন বলেন, বাংলা বিশ্ব বাণিজ্য সম্মেলনে পথ দেখিয়েছে। দুর্যোগ আসবে, কিন্তু উন্নয়ন আটকে থাকবে না। গত দু’দিনে প্রচুর সাফল্য এসেছে। জেলাতেও প্রচুর সাফল্য ছড়িয়ে পড়েছে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাণিজ্য সম্মেলন মানে শিল্পে উৎসব। সিআইআই, এফসিসিআইআই-এর অবদানের জন্য ধন্যবাদ। সম্মেলন ১৩৭টি মউ স্বাক্ষর হয়েছে।
৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিজিবিএস-এ ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব। ৪০ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। ইনফোসিস, ফ্লিপকার্ট বিনিয়োগ করেছে। বাগডোগরা, অণ্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হবে। চালু হয়েছে জঙ্গলসুন্দরী।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রকপ্ল রূপায়নে টাস্ক ফোর্স তৈরি হবে। মুখ্যসচিবের নেতৃত্বে এই টাস্ক ফোর্স তৈরি করা হবে। দুর্গাপুজোয় এখানে সবাইকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ১ থেকে ৩ ফেব্রুয়ারি বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।