পুবের কলম, ওয়েব ডেস্কঃ উপনির্বাচনের প্রচারের শেষলগ্নে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরের প্রক্কালে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি এটুকুই বলব যে, রাজ্যে ৬ টি উপনির্বাচন আছে। কোচবিহারের সিতাইয়ে তৃণমূল প্রার্থী দাঁড়িয়েছেন সঙ্গীতা রায়, মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, মেদিনীপুরে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সুজয় হাজরা। তালডাংরায় তৃণমূল প্রার্থী হলেন ফাল্গুনী সিংহবাবু, হাড়োয়া থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে শেখ রবিউল ইসলামকে, নৈহাটি থেকে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। আমি এই ছয়টি কেন্দ্রের সকল মা-ভাই বোনেদের কাছে আবেদন করব, যে সবসময়ই আপনার সঙ্গে আছে পশ্চিমবঙ্গ সরকার। তাই আপনাদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন। তাতে আপনাদের এলাকার উন্নয়নের কাজ আরও তরাণ্বিত হবে। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে, সংসদীয় নির্বাচনে প্রার্থীদের জিতিয়েছেন। তাঁরা তাঁদের মতো কাজ করছেন। সবে শুরু করেছেন। আরও করবেন।”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগামী তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে সোমবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেন। এই সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ” অনেকদিন পর দার্জিলিংয়ে যাচ্ছি। নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি। এমনকী লোকসভা নির্বাচনের সময়ও যেতে পারিনি। কার্শিয়ং পর্যন্ত গিয়েছিলাম। ওখানে অনীতরা (অনীত থাপা) সব কাজ করেছে।”
এবার একাধিক কর্মসূচি নিয়ে তিনি যাচ্ছেন দার্জিলিংয়ে। মঙ্গলবার জিটিএ ও অন্যান্য উন্নয়ন বোর্ডগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরেরদিন, বুধবার দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন। তার পরের দিন ফিরবেন কলকাতায়। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রী অরূপ বিশ্বাস।