পুবের কলম, ওয়েব ডেস্কঃ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিষিদ্ধ বাজির দৌরাত্ম্য দেখা গেল দীপাবলির রাতে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার সচেতনতা প্রচার করা সত্ত্বেও দীপবলির রাতে মুড়িমুড়কির মতো নিষিদ্ধ বাজি ফাটার ঘটনা ঘটল। পাশাপাশি বেপরোয়াভাবে চলে ট্রাফিক আইন ভঙ্গ। কালীপুজোর রাতে কলকাতায় বিভিন্ন অভিযোগে গ্রেফতারের সংখ্যা ১ হাজার ৪৪২ জন।
কলকাতা পুলিশ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করেছিল। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ বাজি ফাটানো এবং অভব্য আচরণ করার অভিযোগ রয়েছে। তবে রাত ১২টায় সেই গ্রেফতারির সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৯২-এ! পুলিশ জানিয়েছে, খারাপ আচরণের জন্য ১৭৫ জনকে গ্রেফতার করেছে তাঁরা। বাকি ১১৭ জন গ্রেফতার নিষিদ্ধ বাজি ফাটানোর কারণে। এছাড়া এ দিন রাতে মোট ৫১৯.৭ কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়। ট্রাফিক আইন ভঙ্গ করার অপরাধে মোট গ্রেফতারের সংখ্যা ৮৪১ জন। এরমধ্যে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর অপরাধে ১৯৩ জন, পিছনে থাকা আরোহীর মাথায় হেলমেট না থাকার অপরাধে ২৯৬ জন, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অপরাধে ৯৩ জন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ৯০ জন এবং গাড়ির কাগজপত্র সঠিক না থাকা ও ট্রাফিক সিগন্যাল অমান্য করার অপরাধে ১৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, কালীপুজোর আগেই বিবৃতি প্রকাশ করে কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সবুজ বাজি ফাটাতে হবে। বাজি ফাটানোর সময়সীমাও উল্লেখ করে দেওয়া হয়েছিল। কালীপুজো বা দীপাবলির রাতে শুধু ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে বলে জানিয়েছিল পুলিশ।