জেরুসালেম, ৯ নভেম্বরঃ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণে বৃহস্পতিবার জেরুসালেমে ফরাসিদের অধীনে থাকা একটি পবিত্র স্থানে প্রবেশ করতে অস্বীকার করেন। দুই ফরাসি কর্মকর্তাকে গ্রেফতারও করে বাহিনী। গাজা এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। ফ্রান্সের বিদেশমন্ত্রী জিন-নোয়েল ব্যারটের অলিভ পর্বতে দ্য চার্চ অফ দ্য প্যাটার নস্টার পরিদর্শন করার কথা ছিল। ইসরাইলের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই সফরের সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনী এবং দুই ফরাসি নিরাপত্তারক্ষীর মধ্যে তর্কাতর্কি হয়। তারা নিজেদের কূটনীতিক হিসেবে পরিচয় দেওয়ার পরপরই তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এই গ্রেফতারকে ভালো চোখে দেখছে না ফ্রান্স। বিষয়টিকে তারা ‘গ্রহণযোগ্য নয়’ বলে আখ্যা দিয়েছে।
ফরাসি ভাষায় ‘এলিওনা’ নামে পরিচিত এই পবিত্র স্থানে একটি মনাস্ট্রি রয়েছে এবং এটি ফরাসি প্রশাসনের অধীনে রয়েছে। ক্ষুব্ধ ব্যারোট বলেন, এই অঞ্চলে আমরা শান্তি স্থাপনের কাজ করছি। আমাদের সঙ্গেই এমন অসহিষ্ণু আচরণ করা হচ্ছে! প্যারিসে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে শীঘ্রই তলব করা হবে বলে এক বিবৃতিতে বলা হয়েছে। এর আগেই ফ্রান্স ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানানোর পর থেকেই।