কলকাতাThursday, 6 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পুরভোটে ২০০ জনের বেশি জমায়েত নয়, জানাল নির্বাচন কমিশন

mtik
January 6, 2022 8:22 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ  পুরভোটে ২০০ জনের বেশি মানুষের জমায়েত করা যাবে না। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। আগের নির্দেশিকায় ছিল ৫০০ জনের জমায়েত করা যাবে। কিন্তু করোনা-ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে ২০০ লোকের জমায়েত করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের ১৭ পর্যবেক্ষকের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরিবর্তে নতুন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি গাইডলাইনের পরিবর্তনও হয়েছে।

নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে ২০০ জনের বেশি মানুষ জমায়েত করা যাবে না কোনও সভাতেই। পাশাপাশি বহু ক্ষেত্রে দেখা যায়– অডিটোরিয়াম হল ভাড়া করেও রাজনৈতিক নেতৃত্বরা বৈঠক করেন। অডিটোরিয়ামের আসন সংখ্যার ৫০ শতাংশ ভর্তি করে বৈঠক করা যাবে। আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি– আসানসোল– চন্দননগর– বিধাননগর চার পুরসভার ভোট।

পুরভোটের গাইডলাইন—

২০০ জনের বেশি জমায়েত নয়।

কোনও রোড-শো কিংবা পদযাত্রা নয়।

অনুমতি নেওয়া থাকলেও রোড-শো বাতিল।

প্রতি পুরসভায় থাকবে নোডাল হেলথ অফিসার।

প্রার্থী– কাউন্টিং এজেন্ট– পোলিং অফিসার সকলেরই ডবল বা সিঙ্গল ভ্যাকসিন নেওয়া থাকতে হবে।

বাড়িতে প্রচারে প্রার্থী-সহ পাঁচের বেশি অনুমতি নেই।

প্রচারের সময়  সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সাইলেন্স জোন বাড়িয়ে হচ্ছে ৭২ ঘণ্টা।