পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। রাজ্য খুলেছে স্কুল-কলেজ। বিধিনিষেধও আগের তুলনায় অনেকটাই শিথিল হয়েছে। পুজো-পার্বণে বিধিনিষেধ শিথিল করার দিকে হেঁটেছে রাজ্য সরকার। আগামী ১৮ মার্চ হোলি। তার আগের দিন, অর্থাৎ ১৭ মার্চ বিধিনিষেধ নাইট কারফিউ প্রত্যাহার করল নবান্ন। হোলির আগের দিন ‘হোলি কা দহন’ উদযাপনের রীতি রয়েছে৷ সেই কারণেই একদিনের জন্য নাইট কারফিউ প্রত্যাহার করা হল বলে জানিয়েছে নবান্ন৷
উল্লেখ্য, হোলি উপলক্ষে আগামী ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এই প্রস্তাব মেনে নিয়েছে সরকার৷
তবে রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক হলেও এমনই বিধিনিষেধ জারি রেখেছে সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে করোনা সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ জারি থাকছে। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউও চালু রয়েছে৷ জরুরি প্রয়োজন ছাড়া এই সময় বাইরে যাওয়া যাবে না।বিধিনিষেধ না মানলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। তবে হোলির জন্যই নিয়ম কিছুটা শিথিল করা হল।