পুবের কলম, ওয়েবডেস্কঃ আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। শুক্রবার রাতের দিকে তাকে বাইপাসের দিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিশিষ্ট চিকিৎসক ড. মহেশ কুমার গোয়েঙ্কার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে শুভ্রাংশুর।
জানা গিয়েছে, লিভারের সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অনেকদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন শুভ্রাংশু। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা ভালো আছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি।
এর আগেও একবার লিভারের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। সেই সময়ও হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সেই সময় শারীরিক অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখতে হয়।
কিছুদিন আগেই প্রয়াত হন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। করোনা আক্রান্ত হওয়ায় মুকুল রায়ের স্ত্রীকে ১১ মে হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে থাকার পর ২ সপ্তাহ ছিলেন একমো সাপোর্টে। এরপর ফুসফুস প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় চেন্নাই। গত ৬ জুলাই প্রয়াত হন কৃষ্ণাদেবী।
সম্প্রতি অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মুকুল রায়কেও। সোডিয়াম ও পটাশিয়ামের অভাব থাকায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।