পুবের কলম, ওয়েব ডেস্কঃ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝেই রাজ্যের এক নম্বর সরকারি হাসপাতাল এসএসকেএম-এ দুষ্কৃতকারীদের তান্ডব। ঘটনায় আহত চিকিৎসাধীন এক রোগীর পরিজন। রবিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছাড়াল। ফের রাজ্যের সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন৷
জানা গেছে, রবিবার সকাল ৮ টা নাগাদ বাইক নিয়ে একদল যুবক হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে। অভিযোগ, তাদের হাতে ছিল হকিস্টিক এবং উইকেট। ট্রমা কেয়ারে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়কে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আতঙ্কে রোগী, রোগীর আত্মীয় এবং চিকিৎসকরা। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও সামনে এসেছে। আহত রোগীর আত্মীয়ের নাম সৌরভ মোদক। তিনি বাঁকুড়ার বাসিন্দা। তাঁর বাবা ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন। রবিবারই তাঁর ছুটি হওয়ার কথা ছিল। আহত সৌরভেরও চিকিৎসা চলছে ট্রমা কেয়ারে। তাঁর মাথায় স্টিচ করা হয়েছে বলে জানা গিয়েছে। আঘাত কতটা গুরুতর তা জানতে সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করা হচ্ছে। সৌরভ সংবাদমাধ্যমকে বলেন, “৩ তারিখ ভর্তি হয়েছিল। ১৩ তারিখ ছুটি দেওয়ার কথা ছিল। সিকিউরিটি গেটে গিয়ে বলতে, গার্ড বললেন, ৯টার সময়ে জানাতে। আমি রাতে যেখানে ঘুমিয়েছিলাম, সেখানে গিয়ে দাঁড়াই। দেখি কতগুলো ছেলে ছুটে আসছে। হঠাৎ করে মার শুরু করে।”
কী কারণে সৌরভকে মারধর করা হল, কেনই বা হাসপাতালে এমন ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কার নয়। ঘটনার পরেই হাসপাতালে যায় পুলিশ। কী নিয়ে এই হামলা, কারা জড়িত, তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের গন্ডগোল থেকেই এই তাণ্ডবের ঘটনা ঘটেছে।
তবে ঘটনার সময়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, ঘটনাস্থলে সেই সময় পুলিশ থাকলেও তারা দেখেও না দেখার ভান করে। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি নিয়ে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলা এবং উত্তরবঙ্গ মিলিয়ে আমরণ অনশনে বসেছেন ৯ জুনিয়র ডাক্তার। চিকিৎসক অনিকেত মাহাতোর পর রাতে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী অনুষ্টুপ মুখোপাধ্য়ায়। উত্তরবঙ্গেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অপর এক অনশনকারী। আন্দোলনকারীদের দশ দফা দাবির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি- হাসপাতালের নিরাপত্তা। সরকারের পক্ষ থেকে পদক্ষেপের কথা বলা হলেও তা মানতে নারাজ প্রতিবাদীরা। তারমধ্যেই এসএসকেএমের এই ঘটনা আন্দোলনকে প্রভাবিত করবে বলেই মনে করছে সংশ্লিষ্টমহল।