পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। শনিবার হামলার খবর নিশ্চিত করে দেশটির এক সংবাদমাধ্যম। জানা গেছে, রাজধানী তেল আবিবের সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন আঘাত হেনেছে। তবে হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। হতাহতের কোনও খবর নেই বলে জানা গেছে। জানা গেছে, ড্রোনগুলি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে। এছাড়া একই সময় তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
হামাস প্রধান ইয়াইয়া সিনওয়ার শাহাদাতের পর ইসরাইলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের ঘোষণা দিয়েছিল হিজবুল্লাহ।
এই ঘোষণার রেশ না যেতেই নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা।তবে ইহুদি বাহিনীর একাংশের দাবি, ড্রোনগুলি ইরান থেকে নিক্ষেপ হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। ইরানের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিয়ো শেয়ার করেছে। তাতে লিখেছে, লেবাননের ভাইয়েরা নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
হামলার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ।
একই সময় মোট তিনটি ড্রোন ছোড়া হয়েছিল ইসরাইলের দিকে। তবে ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্য দুটি ড্রোন ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপতিত করে দেয়। এখন পর্যন্ত তারা যত হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন আছড়ে পড়ার বিষয়টিই সবচেয়ে বড়।
গত মাস থেকে লেবাননে জোরদার হামলা চালাচ্ছে ইসরাইল।
কয়েক হাজার বেসামরিক অসহায় মানুষকে হত্যার পাশাপাশট হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও হত্যা করে সেনাবাহিনী। শুধু টাই নয়, নাসরাল্লাহর উত্তরসূরি সাফিউদ্দিনকে হত্যা করা হয়েছে অক্টোবরের শুরুতেই। এরপর থেকে ইসরাইলের গভীরে ড্রোন ও রকেট হামলা শুরু করে হিজবুল্লাহও।
এরপর গত বুধবার ইসরাইলি হামলায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে।
এ ঘটনায় প্রতিশোধের হুমকি দেওয়া হয় হিজবুল্লাহর পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, তারই অংশ হিসেবে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলার পর তাৎক্ষনিকভাবে এর দায় স্বীকার করেনি হিজবুল্লাহ। গত ২৩ সেপ্টেম্বর থেকে চলতে থাকা হামলায় এখন পর্যন্ত প্রায় ২০০০ মানুষ নিহত হয়েছেন। ১২ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া।
ইসরাইলের প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, নেতানিয়াহু আপাতত নিরাপদে রয়েছেন। কায়সেরায় তাঁর বাসভবন লক্ষ্য করেই ড্রোন হামলা হয়েছে ঠিকই তবে তিনি সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন না। এই ঘটনার ফলে অন্য কেউ আহত হননি।