পুবের কলম ওয়েবডেস্কঃ সকাল থেকেই পরিষ্কার আকাশ।বৃহস্পতিবারের তুলনায় বছরের শেষ দিনে বেশ খানিকটা নামল পারদ। বর্ষবরণেও থাকবে শীতের আমেজ।এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। মেঘমুক্ত আকাশ, বইবে উত্তুরে হাওয়া। অন্যদিকে কলকাতা এবং তার পার্শবর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ থেকে ১৫ ডিগ্রীর মধ্যে।
আজ শুক্রবার তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১৬.৬ ডিগ্রী সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
র্ষশেষে উত্তুরে হাওয়া এবং ঠান্ডার প্রত্যাবর্তনে উৎসবের আবহে রং লাগলেও বাড়ছে করোনার সংক্রমণ।চোখ রাঙাচ্ছে ওমিক্রন । বর্ষবরণের রাতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি না হলেও নজরদারি শুরু হয়ে গিয়েছে । এই অবস্থায় ফের কোভিড বিধি কড়াভাবে লাগু করার ব্যাপারে রাজ্য প্রশাসন চিন্তা ভাবনা শুরু করেছে।