পুবের কলম প্রতিবেদকঃ একসময় তৃণমূলেরই কর্মী ছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। পরে ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন তিনি। কিন্তু পরে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব প্রকট হয়। আর এবার ফের ঘাসফুল শিবিরেই ফিরতে চলেছেন তিনি। শনিবারই আনুষ্ঠনিকভাবে তাঁর দলে যোগ দেওয়ার কথা ছিল বলে তৃণমূল সূত্রে খবর। তবে আপাতত হচ্ছে না সেই যোগদান। গোয়ার বিধানসভা নির্বাচনের পর জয় তৃণমূলে যোগ দেবেন বলে জানা গিয়েছে। তবে শনিবার তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে বলে খবর। বিধাননগর পুরসভায় রয়েছে সেই বৈঠক। অনেক দিন ধরেই তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে জানা গিয়েছে। অবশেষে দলনেত্রীর তরফে সবুজ সঙ্কেত মিলেছে বলেই সূত্রের খবর।
গত বছরই ক্ষোভের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন জয়। সেই চিঠিতে জানিয়েছিলেন যে তিনি বিজেপি ছেড়ে দিচ্ছেন। তবে কোন দলে যোগদান করছেন সে বিষয়ে খোলাখুলি কিছু জানাননি তিনি।
তিনি উল্লেখ করেছিলেন, নরেন্দ্র মোদিকে দেখেই দলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু দলের ব্যবহারে কার্যত অভিমান প্রকাশ করেন জয়। তারপর থেকেই ঘাসফুল শিবিরের সঙ্গে তাঁর যোগাযোগ শুরু। তবে এত দিন পর্যন্ত তাঁকে দলে নেয়নি তৃণমূল। অবশেষে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপাতত যোগ না দিলেও গোয়ার নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন তিনি।
উল্লেখ্য, জয়ের প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাউন্সিলর। জয় তৃণমূল ছাড়ার পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।