সফিকুল ইসলাম (দুলাল): পূর্বস্থলী ফলেয়া বাজারে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। এই মঞ্চে শিক্ষক, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র, প্রশাসনিক ব্যক্তিত্বসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, আইসি পূর্বস্থলী থানা সন্দীপ কুমার গাঙ্গুলি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ওয়ায়েজুল বলেন, আমরা মানুষের কাজ করতে বদ্ধপরিকর। মানুষের সমস্যা সমাধান করে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে। বাংলা সম্প্রীতির নজির সৃষ্টি করেছে। অশুভ শক্তির মোকাবিলা বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন। ২০২৪-এ মমতাকে দিল্লি পাঠাতে হবে। বাংলা আজ যা ভাবে, দেশ সেটা কাল ভাবে। সেই জন্য মমতাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। রাজ্যের প্রকল্পগুলি মানুষের আর্থ-সামাজিক পরিকাঠামো বদলে দিয়েছে। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সদস্য হওয়ার আহ্বান জানান ওয়ায়েজুল হক।