কলকাতাFriday, 11 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র, লিখিত বিবৃতিতে চিকিৎসকদের ধন্যবাদ জানালেন কামারহাটির বিধায়ক

mtik
March 11, 2022 2:27 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ হাসপাতাল থেকে ছুটি পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।  গতকালই তাঁর ভোকাল কর্ডে অস্ত্রোপচার হয়। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল তরফে জানানো হয়েছে।তবে এই মুহূর্তে মদন মিত্রের কথা বলা বারণ আছে। ১০ দিন কথা বলা বন্ধ থাকবে। তবে চিকিৎসকদের পরামর্শ মতো, কথা বলেনি কামারহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক।

লিখিত আকারে তিনি তার কথা লিখে জানাচ্ছেন। শুক্রবার মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন বিভাগ থেকে বের হন মদন মিত্র। লিখিত আকারেই  চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। মদন মিত্র তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১০ দিন কোনও কথা বলবেন না। দেড় মাস পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন। এরপর তিনি আরও জানান, হাসপাতাল থেকে বাড়ি যাবেন। সেখান থেকে বিধানসভায় যাবেন। কারণ,  বিধানসভায় বাজেট অধিবেশন চলছে।

উল্লেখ্য,  গত নভেম্বর মাসের শেষের দিকে মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার ধরা পড়ে।  তবে তখন পুরভোট থাকায় অস্ত্রোপচার করতে চাননি। মঙ্গলবার রাতে এসএসকেএম-এ ভর্তি হন। তাঁর চিকিৎসার জন্য ইএনটি স্পেশালিস্ট চিকিৎসক অরুণাভ সেনগুপ্তর নেতৃত্বে তৈরি হয় আট সদস্যের একটি মেডিক্যাল বোর্ড। মদন মিত্রের নানাবিধ রক্তপরীক্ষা,  ইকোকার্ডিওগ্রাম এবং ইসিজি হয়। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা করে মদন মিত্রর গলায় টিউমারের অবস্থা, পেশি ইনভলভমেন্ট ইত্যাদিও দেখা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা দেখেন বিধায়কের ভোকাল কর্ডে একটি নয়, দু’টি পলিপ রয়েছে। ফলে দু’টি পলিপই বাদ দিয়েছেন চিকিৎসকরা। ইএনটি বিভাগের প্রধান চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত এই অস্ত্রোপচার করেন।