পুবের কলম, ওয়েবডেস্কঃ পুবের কলম, ওয়েবডেস্কঃ শীত যেন, এসেও আসছে না। মাঝে মধ্যে শীত এসে ধরা দিলেও ফের চলে যাচ্ছে সেই আমেজ। এর মধ্যেই ফের চোখ রাঙানি নিম্নচাপের। এই নিম্নচাপের দাপট কিছুতেই পিছু ছাড়ছে না। উত্তুরে হাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই নিম্নচাপ।
তাই শীত নিয়ে বঙ্গবাসীর যে অপেক্ষা তা বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ শীত নিয়ে এখনও আশার আলো শোনাতে পারেননি আবহাওয়াবিদরা। শীত জাঁকিয়ে আসতে এখনও বেশ দেরি। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে বঙ্গে শীত জাঁকিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শেষ দিকেই দক্ষিণ আন্দামান সাগরের উপরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে৷ যা ক্রমশ শক্তিশালী হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওড়িশা উপকূলে পৌঁছবে৷ এর প্রভাবে ডিসেম্বরের শুরুতেই ফের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের মধ্যেও ফের বৃষ্টি ভোগাতে পারে।
এই নিম্নচাপের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তুমুল বৃষ্টির আশঙ্কা থাকছে৷ রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ পথে কোনও বাধা নেই৷ তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণ আন্দামান সাগরের উপরে নতুন করে নিম্নচাপ। রবিবারের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপামাত্রা ১৮ ডিগ্রির নীচে নামার সম্ভাবনার রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশাও রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকবে কুয়াশার দাপট। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে, ফলে সেখানে শীতের আমেজ রয়েছে। উত্তরবঙ্গে চলছে কুয়াশার দাপট। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।