পুবের কলম, ওয়েবডেস্কঃ বিহারে বিষমদে মৃত্যু বেড়ে দাঁড়াল ২০। গতকালই ছাপড়া জেলার সিওয়ানে বিষমদ খেয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল। এদিন মৃত্যু হয়েছে মোট ২০ জনের। জানা গিয়েছে, মঙ্গলবার সিওয়ান ও পার্শ্ববর্তী সারন জেলায় বিষমদ খেয়ে পরপর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে ৮ জনের মৃত্যু হয়। প্রশাসন আশঙ্কা করে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে।
এদিকে এই ঘটনায় পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ছাপড়ার পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, লোকাল চৌকিদার এবং পঞ্চায়েতে এলাকার পুলিশ আধিকারিককে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। কীভাবে পুলিশের চোখের আড়ালে বিষমদের ব্যবসা চলছিল, এই বিষয়ে মাসরাক থানার এসএইচও-র থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। ঘটনার বিভাগীয় তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেন। তারপর বিভিন্ন সময় বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ২০২২ সালের শুরুতে বিষমদ খেয়ে সারনের মাসরাখ মহকুমায় ৭০ জনের বেশি মানুষ মারা যান। একের পর এক ঘটনায় মদ বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।