পুবের কলম, ওয়েব ডেস্কঃ ওয়াকফ বোর্ডকে বিয়ের সার্টিফিকেট প্রদানের অনুমতি দেওয়ায় কর্নাটক হাইকোর্ট একটি জনসবার্থ মামলায় রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে। বুধবার আদালত সরকারি আদেশটির গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এনভি আনজারিয়া এবং বিচারপতি কেভি অরবিন্দের ডিভিশন বেঞ্চ এই নোটিশ জারি করেছে। জনৈক্য এ আলম পাশার দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে। আগামী ১২ নভেম্বরের মধ্যে রাজ্য সরকারকে নোটিশের জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের গত ৩০ সেপ্টম্বর রাজ্য সরকারের সংখ্যালঘু ওয়াকফ এবং হজ বিভাগের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। যে নির্দেশিকায় বিবাহিত মুসলিম আবেদনকারীদের বিয়ের শংসাপত্র জারি করার অনুমতি দেওয়া হয়েছে। এই নির্দেশিকা ওয়াকফ আইন ১৯৯৫-এর পরিপন্থী এবং অসামঞ্জস্যপূর্ণ বলে পিটিশনে দাবি করে আদালতের কাছে আবেদন করা হয়েছে, এই নির্দেশিকাকে আইনের ‘আল্ট্রা ভাইরাস’ হিসাবে ঘোষণা করা হোক।
সরকারি আইনজীবী আদালতকে জানান, মৌখিকভাবে বোর্ড শুধুমাত্র বিয়ের শাংসাপত্র জারি করার জন্য অনুমোদিত। যার পরিপ্রেক্ষিতে আদালত জানায়, ওয়াকফ বোর্ডের বিয়ের সার্টিফিকেট প্রদান করার কোনও কাজ নেই।