কলকাতাFriday, 31 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সংক্রমণের ঝুঁকি এড়াতে ১লা জানুয়ারি বন্ধ থাকছে, কালীঘাট সহ রাজ্যের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান গুলি

mtik
December 31, 2021 3:47 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ বাড়ছে করোনার প্রকোপ, চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এই রাজ্যেও একটু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এমতোবস্থায়  দাঁড়িয়ে শনিবার নতুন বছরের প্রথমদিন কালীঘাট মন্দির বন্ধ রাখার সিন্ধান্ত নিলেন মন্দির কর্তৃপক্ষ।

ভক্তদের ভিড়ে রাশ টানতেই গর্ভগৃহ বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হল। পাশাপাশি ভক্তশূন্য ভাবেই হবে দক্ষিণেশ্বরের কল্পতরু উৎসবও।

বছর শেষে যেভাবে বাড়ছে করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা তাই দর্শনার্থীদের ভিড়ে লাগাম টানতেই এই ব্যবস্থা। তবে কালীঘাট মন্দিরে নিত্যপূজা এবং ভোগ নিবেদন অপরিবর্তিত থাকবে। সেবাইত এবং পুরোহিতরাই একমাত্র প্রবেশ করতে পারবেন।

একই ভাবে বেলুড় মঠও ১লা জানুয়ারি থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে তারাপীঠের মন্দিরেও বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিনও ভক্তদের জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।