কলকাতাSaturday, 12 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

গুরুতর অসুস্থ আরও এক জুনিয়র চিকিৎসক, হাসপাতালে চিকিৎসাধীন মোট ৩ আমরণ অনশনকারী

Abul Khayer
October 12, 2024 6:31 pm
Link Copied!

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিচারের দাবিতে ধর্মতলায় অনশনরত আরও এক জুনিয়র চিকিৎসক গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। অসুস্থ জুনিয়র চিকিৎসকের নাম অনুষ্টুপ মুখোপাধ্যায়। জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকেই তিনি পেটে যন্ত্রণা অনুভব করছিলেন। অনশন মঞ্চেই প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে তাঁকে ওষুধ দেওয়া হলেও ব্যথা কমেনি। অবশেষে রাত ১১ টা নাগাদ গ্রীণ করিডর করে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন বলে খবর।
অনুষ্টুপ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেরই এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। গত ৫ অক্টোবর যে ছয়জন জুনিয়র চিকিৎসক ধর্মতলায় দশদফা দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন তাঁদের মধ্য একজন অনুষ্টুপ।
উল্লেখ্য, এ দিন সকালেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত অলোক বর্মাকে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে ভর্তি করা হয়েছে৷ বৃহস্পতিবার রাতে ধর্মতলায় ধর্না মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন আর এক অনশনকারী চিকিৎসক অনিকেত মাহাত। এই নিয়ে মোট তিনজন আমরণ অনশনকারী চিকিৎসক হাসপাতালে ভর্তি হলেন।