পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: দ্বীনি শিক্ষা প্রদানের পাশাপাশি এবার দুঃস্থ মানুষের কল্যাণে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের আটলিয়া সৈয়েদিয়া কোরআনিয়া মক্তব। রবিবার সিরাতুন্নবী বিষয়ক এক অনুষ্ঠানে প্রায় ২০০ জন মানুষকে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। বিনামূল্যে এই শিবিরের প্রধান সহযোগী সংগঠন হিসেবে ছিল জমিয়তে উলামায়ে বাংলা উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। জেলা কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম, মুখ্য সংগঠক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কবীর উদ্দিন আহমেদ, আলহাজ্ব আব্দুল হাই পিয়াদা, ডা. লিয়াকত আলী, ডা. সুজাউদ্দিন আহমেদ আলহাজ্ব সফিয়ার রহমান, আব্দুল কালাম, সিরাজুল হক, মক্তবের সভাপতি এনামুল হক প্রমুখ। বিশেষ মেডিকেল টিমে ছিলেন কলকাতা মারওয়ারী রিলিফ সোসাইটি হসপিটালের পক্ষে আসিফ ইকবাল লাল্টু, ডা. লিয়াকাত আলী, মাওলানা শেখ মোহাম্মদ ইসমাইল, রাকিবুল ইসলাম প্রমুখ। জেলা সম্পাদক সফিকুল ইসলাম বলেন, দাদাহুজুর রহ. র নিজহাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে বাংলা আর্ত মানুষের সেবায় বরাবর কাজ করে আসছে। সম্প্রতিক বন্যায় বিভিন্ন এলাকায় প্রাণের পাশাপাশি মেডিকেল টিম নিয়ে ওষুধপত্র বিতরণ ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করেছে। এদিন বাদুড়িয়ার আটলিয়াতে স্বাস্থ্য শিবিরে প্রায় ২০০ দুস্থ মানুষ পরিষেবা নেয়। এরমধ্যে ১০০ জনের চক্ষু পরীক্ষা এবং বাকিদের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ বিতরণ করা হয়। এদের অনেককেই বিনামূল্যে ছানি অপারেশন এবং চশমা প্রদানের ব্যবস্থা করবে জমিয়তে উলামায়ে বাংলা। এমনটাই জানালেন মেডিকেল টিমের চক্ষু বিশেষজ্ঞ ডা. কবীর উদ্দিন আহমেদ।সীরাতুন নবীর জলসায় বক্তব্য রাখেন ঐকতান মিল্লি ইত্তেহাদ পরিষদের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা আমিনুল আম্বিয়া, জেল ইমাম মাওলানা দ্বীন ইসলাম উদ্দিন, হাফেজ আব্দুল মাতিন। সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আফাজ উদ্দিন মণ্ডল।
ব্রেকিং
- অসম-মণিপুর সীমান্ত সিল
- ১২ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
- আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে সিবিআই অফিস অভিযান সিপিএমের
- নিউটাউনে সড়ক দুর্ঘটনা, মৃত ১
- ভোট আবহে মহারাষ্ট্রে উদ্ধার ১০,০৮৪ কেজি রুপো
- জবলপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসে দেখা মিলল সাপের, শুরু তদন্ত
- সংখ্যালঘু সমাজের উন্নয়ন: আসানসোলে সংখ্যালঘু কমিশনের উদ্যোগে বৈঠক
- আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, কাজের বরাত পেতে ঘুষের প্রস্তাব
- ওড়িশার আদিবাসী মহিলার ওপর পৈশাচিক অত্যাচার, মুখে ঢুকিয়ে দেওয়া হল মল
- #Breaking মা-হারা হলেন নিয়োগ দুনীর্তিতে ধৃত অর্পিতা, ফিরছেন বাড়ি
- আগামী বছর কেরলে খেলবে মেসির আর্জেন্টিনা