পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: দ্বীনি শিক্ষা প্রদানের পাশাপাশি এবার দুঃস্থ মানুষের কল্যাণে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের আটলিয়া সৈয়েদিয়া কোরআনিয়া মক্তব। রবিবার সিরাতুন্নবী বিষয়ক এক অনুষ্ঠানে প্রায় ২০০ জন মানুষকে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। বিনামূল্যে এই শিবিরের প্রধান সহযোগী সংগঠন হিসেবে ছিল জমিয়তে উলামায়ে বাংলা উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। জেলা কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম, মুখ্য সংগঠক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কবীর উদ্দিন আহমেদ, আলহাজ্ব আব্দুল হাই পিয়াদা, ডা. লিয়াকত আলী, ডা. সুজাউদ্দিন আহমেদ আলহাজ্ব সফিয়ার রহমান, আব্দুল কালাম, সিরাজুল হক, মক্তবের সভাপতি এনামুল হক প্রমুখ। বিশেষ মেডিকেল টিমে ছিলেন কলকাতা মারওয়ারী রিলিফ সোসাইটি হসপিটালের পক্ষে আসিফ ইকবাল লাল্টু, ডা. লিয়াকাত আলী, মাওলানা শেখ মোহাম্মদ ইসমাইল, রাকিবুল ইসলাম প্রমুখ। জেলা সম্পাদক সফিকুল ইসলাম বলেন, দাদাহুজুর রহ. র নিজহাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে বাংলা আর্ত মানুষের সেবায় বরাবর কাজ করে আসছে। সম্প্রতিক বন্যায় বিভিন্ন এলাকায় প্রাণের পাশাপাশি মেডিকেল টিম নিয়ে ওষুধপত্র বিতরণ ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করেছে। এদিন বাদুড়িয়ার আটলিয়াতে স্বাস্থ্য শিবিরে প্রায় ২০০ দুস্থ মানুষ পরিষেবা নেয়। এরমধ্যে ১০০ জনের চক্ষু পরীক্ষা এবং বাকিদের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ বিতরণ করা হয়। এদের অনেককেই বিনামূল্যে ছানি অপারেশন এবং চশমা প্রদানের ব্যবস্থা করবে জমিয়তে উলামায়ে বাংলা। এমনটাই জানালেন মেডিকেল টিমের চক্ষু বিশেষজ্ঞ ডা. কবীর উদ্দিন আহমেদ।সীরাতুন নবীর জলসায় বক্তব্য রাখেন ঐকতান মিল্লি ইত্তেহাদ পরিষদের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা আমিনুল আম্বিয়া, জেল ইমাম মাওলানা দ্বীন ইসলাম উদ্দিন, হাফেজ আব্দুল মাতিন। সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আফাজ উদ্দিন মণ্ডল।
ব্রেকিং
- সিপিএম’র বহু এরিয়া সম্মেলনে কোন্দল, কড়া নির্দেশিকা দলের
- আবাস যোজনার সুপার চেকিংয়ে উপভোক্তাদের বাড়িতে বিডিও-ওসি
- বুলডোজার: ক্ষতিপূরণের আশা করছেন ইউপির গৃহহারা
- গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি হাসপাতালে
- মণিপুরে আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬ নিখোঁজের খোঁজ নেই
- ফিলিস্তিনিদের ৫ লক্ষ টাকার অনুদান দিল্লির কৃষক সংগঠনের
- শিশু দিবসে ক্ষুদে পড়ুয়াদের ট্রাফিক সচেতনতার পাঠ দিল ট্রাফিক পুলিশ
- জয়নগরের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়
- শেষ মুহূর্তে ফিলিস্তিন ইস্যুতে টক শো বাতিল করল গুরুগ্রাম বিশ্ববিদ্যালয়
- কৃষক আন্দোলন, মহাত্মা গান্ধিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, কাঙ্গনাকে নোটিশ ধরাল আদালত
- ওয়াকফ জমি দুর্নীতি মামলায় জামিন আপ নেতা আমানাতুল্লাহর
- বারাসাত মেডিক্যাল কলেজের ভ্যাটে রক্ত মাখা মানুষের দেহাংশকে কেন্দ্র করে চাঞ্চল্য