পুবের কলম প্রতিবেদক: জাপানে জিতে শুরু করলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। যদিও ম্যাচের শুরুটা তাঁর ভালো ছিল না। প্যারিস অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হয়েছিল ভারতীয় এই শাটলারকে। জাপান ওপেনে নামার আগে নিজেকে তৈরি করেছিলেন সিন্ধু। অষ্টম বাছাই বুসাননের বিরুদ্ধে কিন্তু প্রথম গেমে ৫-৭ ফলে পিছিয়ে ছিলেন। সেখান থেকে দারুণভাবে গেমে ফিরলেন। ব্রেকে যাওয়ার আগে তিনি এগিয়ে যান ১১-৯ ফলে। পরের ১৩টি পয়েন্টের মধ্যে ১১টি পয়েন্ট পেলেন তিনি। দ্বিতীয় গেমে তিনি প্রতিটা পয়েন্ট নিখুঁতভাবে পেলেন। দ্বিতীয় গেমে প্রতিবারই তিনি এগিয়ে থেকেছেন। কোনওবারই বুসাননকে এগোতে দেননি। মাত্র ৩৮ মিনিটে ২১-১২, ২১-৮ ফলে বুসাননকে হারিয়ে প্রতিযোগিতার প্রথম রাউন্ড জিতে স্বস্তিতে রইলেন ভারতের দু’বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু।
মেয়েদের সিঙ্গলসে সিন্ধু জিতলেও ছেলেদের সিঙ্গলসে হেরে গেলেন লক্ষ্য সেন। জাপানের লিয়ং জুন হাওয়ের কাছে লক্ষ্য হেরে গেলেন ২২-২০, ১৭-২১, ১৬-২১ ফলে।