পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরাখণ্ডের হোটেলে রহস্য মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। হাতের শিরা কাটা অবস্থায় তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ ঘিরে ঘনীভূত হচ্ছে ধোঁয়াশা। এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পরিবার। সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃত অধ্যাপকের নাম মৈনাক পাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। বাড়ি বরাহনগর।
পরিবার সূত্রে খবর, দুই বন্ধুর সঙ্গে দিন কয়েক আগে উত্তরাখণ্ডের আলমোড়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। বরাবরই পাহাড়ে ঘুরতে ভালবাসতেন তিনি। তাই দিন-দুয়েক আগেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন।
বলা বাহুল্য, বাঘ এক্সপ্রেসে বাড়ি ফেরার কথা ছিল তাঁর । স্টেশন সংলগ্ন একটা হোটেলে ছিলেন তিনি। সেই হোটেলেই অধ্যাপকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার দেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। শুরু হয়েছে দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া । পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, অধ্যাপক মৈনাক পাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। সেখানেই অধ্যাপনা শুরু করেন। তার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন। ২০২২ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছিলেন । ওনার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।