তেহরান, ১২ জানুয়ারি: নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। তালিকায় রয়েছে ‘নতুন ক্ষেপণাস্ত্র’ ও ‘ড্রোন সিটিস’। দ্রুতই নতুন ক্ষেপণাস্ত্রগুলি উদ্বোধন করবে তেহরান। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক জাহাজ তৈরিতে আইআরজিসির অগ্রগতি দিকে এগিয়ে যাচ্ছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইরানের শক্তির বিশালতা এবং গভীরতা প্রদর্শনের জন্য শিগগিরই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধারণকারী নতুন সুযোগ-সুবিধা উন্মোচন করা হবে।
ইরান ‘দুর্বল নয়’ জানিয়ে সালামি বলেন, ‘ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রযুক্তি তৈরি করেছে।’