শিলং, ২০ সেপ্টেম্বর: আন্তর্জাতিক প্রশংসা প্রাপ্ত পুরস্কার জয়ী গারো চলচ্চিত্র ”র্যাপচার” শিলংয়ে প্রদর্শিত হবে। আগামী ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর ইউ সোসো থাম প্রেক্ষাগৃহে দেখানো হবে এই চলচ্চিত্র। প্রদর্শনের তিনটি সময় থাকছে যথাক্রমে দুপুর ১২.১৫/ দুপুর ২.৪০/ বিকেল ৫.১৫।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডমিনিক সাংমা পরিচালিত এই সিনেমা ফ্রান্সে মুক্তির পর থেকে আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছে। ফ্রান্সে ১৫০টি প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। এই ‘র্যাপচার’ উত্তর-পূর্বের গারো সাংস্কৃতিক পরিচয় সহ মানবতার বিষয়বস্তু তুলে ধরেছে। ফ্র্যাটারনিটি আর্ট সিনে এন্টারটেইনমেন্ট শিলংয়ের সহযোগিতায় মেঘালয় সরকারের শিল্প ও সংস্কৃতি বিভাগ দ্বারা প্রদর্শনের আয়োজন করা হচ্ছে।
২০২৪ সালের ভারতীয় চলচ্চিত্র উৎসব মেলবোর্নে (আইএফএফএম) সেরা পরিচালক সমালোচকদের পুরস্কার সহ ‘র্যা পচার’ উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে। ছবিটি মালয়েশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মুম্বাই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ (এমএএমআই) উৎসবেও সম্মানিত হয়েছে, বিভিন্ন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টে মনোনয়ন পেয়েছে। র্যা পচার উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে গারো সম্প্রদায়ের উপর নির্মিত একটি চলচ্চিত্র।
কাহিনি নির্মিত হয়েছে একটি দশ বছরের বালককে ঘিরে। যে রাত কানা রোগে ভুগছে। ভয়ে আচ্ছন্ন একটি গ্রামে বাস করে সে। কারণ গ্রামটিতে স্থানীয় মানুষ নিখোঁজ হয়ে যায়। গুজব রটেছে অপহরণকারিরা অঙ্গ পাচারের কারণে মানুষকে তুলে নিয়ে যাচ্ছে। গারো পাহাড়ের তুরাতে গত ১৫ আগস্ট র্যাপচার শুভ মুক্তি পায়।
Read more: অসমের প্রথম মুখ্যমন্ত্রী লিখেছিলেন অসমীয়া ভাষায় নবী জীবনী
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) এর সাম্প্রতিক স্ক্রীনিং পর্বে সাংমার সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বের সেশন দেখানো হয়েছে। সিনেমা প্রেমীদের আশা উত্তর-পূর্ব রাজ্যগুলির সিনেমার প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে ”র্যাপচার”।
শিলং-এ চলচ্চিত্রটির এই প্রদর্শনী স্থানীয় দর্শকদের জন্য এই যুগান্তকারী সুযোগ করে দেবে যা, বিশ্ব মঞ্চে গারো সংস্কৃতিকে তুলে ধরবে।