পুবের কলম প্রতিবেদকঃ শহরে ফের বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমের শীর্ষে ৯টি বোরোকে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। এই ৯ টি বোরোর মধ্যে ৮ টি বোরোই দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলীর একটা বিরাট অংশ। কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রাযü চৌধুরী এমনই রিপোর্ট জমা দিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকের কাছে। এর সঙ্গে এই রিপোর্টের কপি জমা পড়েছে কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার এবং প্রশাসক মন্ডলীর কাছে। আর এই রিপোর্ট হাতে পেতেই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পুরকর্তৃপক্ষ। রিপোর্টে ৯ টি বোরোর তালিকা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ওই ৯ টি বরোর ৪৭ টি ওয়ার্ডের প্রতিটিতে গত ১৪ দিনে ১০ জনের বেশি করোনা আক্রান্ত হযেüছেন। তালিকায় বোরোর সঙ্গে যে ওয়ার্ডের উল্লেখ করা হয়েছে সেগুলি হলঃ
বোরো ১০- ওয়ার্ড ১০০– ৯৬– ৯৫– ৯৩– ৯৭– ৯৮– ৯২– ৯৪– ৮১– ৯৯
বোরো ১২- ওয়ার্ড ১০৯– ১০১– ১০৭– ১০৬– ১০৮
বোরো ১১- ওয়ার্ড ১১১– ১১০– ১০৪– ১১২– ১১৩– ১১৪
বোরো ১৬- ওয়ার্ড ১২৩– ১২৫– ১২৪– ১২৬– ১৪৩
বরো ১৪- ওয়ার্ড ১২৯– ১২১– ১৩১– ১২৮– ১২৭– ১৩০
বোরো ৮ -ওয়ার্ড ৬৮– ৬৯– ৮৫– ৮৬
বোরো ৭ – ওয়ার্ড৬৭– ৫৮– ৬৫– ৬৩
বোরো ৩ -ওয়ার্ড৩১– ৩২– ৩৩
বোরো ১৩-ওয়ার্ড১২২– ১১৮– ১২০
গত ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে এই রিপোর্ট তৈরি করা হযেüছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ট্রেনে করে প্রচুর লোক আসছে বাইরের জেলা থেকে, এদিকে ট্রেনে করোনাবিধি মানা সম্ভব হচ্ছে না। ফলে তার থেকেই সংক্ষরমোন বেড়ে যাচ্ছে। এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে প্রয়োজনে পুনরায় কোয়ারেন্টাইন সেন্টার বা সেফ হোম চালু করার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, এই রিপোর্ট হাতে আসার পরই সংক্রমিত ওয়ার্ডগুলিতে কনটেইনমেন্ট করা যায় কিনা তা নিয়ে পুরকর্তৃপক্ষর আলোচনা হয়েছে শীর্ষ পর্যায়ের বৈঠকে।