দেবশ্রী মজুমদার, বীরভূম: “মমতা লক্ষাধিক ভোটে জিতবে। আগে কে ছিলেন জানি না। রাজনীতিতে এই মুহুর্তে মমতার সমকক্ষ কেউ নেই”। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, আমি সাধারণত দিলীপের কথার উত্তর দিই না। মমতা বন্দোপাধ্যায়, মমতা বন্দোপাধ্যায়। তাঁর প্যারালাল কেউ নেই।
তারপর তিনি বলেন, দেশের ও দশে র মঙ্গল এবং আমরা যে দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। তা থেকে মা আমাদের দ্রুত আমাদের রক্ষা করেন, বঙ্গবাসীদের সুরক্ষা দেন। সেই মাতৃ আশীর্বাদের জন্য তারাপীঠে আসা। মায়ের আশীর্বাদে লক্ষাধিক ভোটে জয়ী হবেন মমতা বন্দোপাধ্যায়। পৃথিবীর কোন শক্তি নেই তাঁকে আঁটকাবার। এদিন তারাপীঠে পুজো দিয়ে সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক সারেন মন্ত্রী। বৈঠকে মন্ত্রী ছাড়াও বিধান সভার ডেপুটি স্পীকার আশীষ বন্দোপাধ্যায় সহ বিভিন্ন আধিকারিকরা ছিলেন।
এদিন এক প্রশ্নের উত্তরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, এই মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ কেউ নেই। মমতা বন্দোপাধ্যায়ের বিপরীতে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের সি বি আই হুমকি প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি সিবিআই অমুক তমুক ব্যবহার করছে। তাতে কিছু লাভ নেই।
ব্রেকিং
- হঠাৎ এরদোগান-ব্লিংকেন বৈঠক
- গাজার শরণার্থী শিবিরগুলিই এখন টার্গেট ইসরাইলের
- ফেসবুক, গুগলের কাছ থেকে অর্থ নিতে নতুন আইন করছে অস্ট্রেলিয়া
- ‘সম্পূর্ণ পাগলামি’, ইউক্রেনের সমালোচনায় ট্রাম্প
- অসমে গোমাংস নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ মেঘালয়ে
- ভারতের সংবিধান সংঘের বিধান নয়: সংসদে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
- ট্রেন লাইনে আত্মঘাতী দুই প্রেমিক যুগল, চাঞ্চল্য
- নরেন্দ্রপুরে সুসাইড নোট লিখে আত্মহত্যা তিনজনের
- জয়নগরে মোয়া হাব এখনো চালু না হওয়ায় হতাশ মোয়া ব্যবসায়ীরা
- হারিয়ে যাওয়া ১১২টি মোবাইল ফেরাল হাওড়া সিটি পুলিশ
- সিরিয়ায় বাস্তুচ্যুত ১১ লাখ মানুষ: রাষ্ট্রসংঘ
- রাজ্য ভলিতে চ্যাম্পিয়ন পোর্ট ট্রাস্ট ও মগরা