পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। বোর্ডের তরফ থেকে এই ঘোষণা করার পরে প্রতিযোগিতা হাইব্রিড মডেলে আয়োজনের চেষ্টা চলছে। এই আবহে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতীয় দল। কারণ সেই একই- প্রতিযোগিতা খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিল না বিদেশ মন্ত্রক। দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে লাহোরে ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। ভারতীয় দলের বুধবারই লাহোরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, ২০২২ সালে এই প্রতিযোগিতায় ভারতই চ্যাম্পিয়ন হয়েছিল।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কিন্তু শেষমেষ বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, দল পাকিস্তানে যাবে না। ফলে টুর্নামেন্ট থেকে নাম তুলে নিল ভারতীয় দল। উল্লেখ্য, ভারতের পাশাপাশি পাকিস্তানে দৃষ্টিহীনদের বিশ্বকাপে অংশ নেবে না ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডও।