পুবের কলম, ওয়েব ডেস্কঃ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতে উৎপাদিত ওষুধের মান নিয়ে বারবার প্রশ্ন উঠলেও দেশের ফার্মাসিউটিক্যালস শিল্প নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব। সম্প্রতি ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের বার্ষিক অনুষ্ঠানে শ্রীবাস্তব বলেন, ভারতের মুকুটে রয়েছে নয়া পালক৷
কারণ তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং জেনেরিক ওষুধের মূল সরবরাহকারী তকমা পেয়েছে। যার মধ্যে মার্কিন স্বাস্থ্যসেবা ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব বলেন, ‘ভারতীয় ফার্মাসিউটিক্যাল শিল্পের অবদান এই সত্য দ্বারা প্রমাণিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ভারতে সর্বাধিক সংখ্যক মার্কিন এফডিএ-অনুমোদিত ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট রয়েছে৷ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন এফডিএ-অনুমোদিত প্ল্যান্টের মোট সংখ্যার ২৫ শতাংশ।
Read more: শিয়ালদহ ইএসআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু এক রোগীর
ভারতীয় কোম্পানিগুলির ওষুধগুলি ২০২২ সালে মার্কিন স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ১৮,৪০,৫৮৫ কোটি টাকা সঞ্চয় করে৷ সেই সঙ্গে ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে মোট ১,০৯,২৫,৮৫০ কোটি টাকা সঞ্চয় প্রদান করেছে।” তবে এখানেই শেষ নয়,বিশ্বের ফার্মেসি হিসেবে এর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে ভারত ভ্যাকসিন উৎপাদনেও এগিয়ে রয়েছে।স্বাস্থ্য সচিব বলেন, বিশ্বে তৈরি সমস্ত ভ্যাকসিনের ৫০ শতাংশই ভারত থেকে।