পুবের কলম, ওয়েব ডেস্কঃ ২০২৪ সালের প্রথম নয় মাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। ধ্বংস হয়েছে প্রায় ২ লক্ষ বাড়ি। সম্প্রতি প্রকাশিত সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই) প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।
ক্লাইমেট ইন্ডিয়া ২০২৪ঃ অ্যান অ্যাসেসমেন্ট অফ এক্সট্রিম ওয়েদার ইভেন্ট শীর্ষক এই রিপোর্টে বলা হয়েছে দেশে ২০২৪ সালের প্রথম ২৭৪ দিনের মধ্যে ২৫৫ দিন (৯৩ শতাংশ) চরম আবহাওয়া লক্ষ্য করা গেছে। যার মধ্যে আছে বজ্রপাত, ঝড়, ভারী বৃষ্টিপাত, বন্যা, তাপ এবং শৈত্য প্রবাহের মতো ঘটনা। এরফলে মেঘভাঙা বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং তুষারপাতের ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা প্রত্যক্ষভাবে প্রাণহানির ঘটনায় অবদান রাখে। বিগত ২০২৩ সালের চেয়ে ৮৬ শতাংশ বেশি প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা দেখা গেছে চলতি বছরে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং কেন্দ্রীয় আবহাওয়া দফতর প্রকাশিত বিভিন্ন পরিসংখ্যান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এই রিপোর্টে। তবে প্রকাশিত এই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দূর্বলতার দিক হল- সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ। কারণ সংবাদমাধ্যমে প্রকাশিত পরিমাণের সঙ্গে সরকারি দফতরের পরিসংখ্যানে বেশিরভাগ ক্ষেত্রেই গড়মিল দেখা গেছে। ফলে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণতার কথা উল্লেখ করা হয়েছে।
এইবছর বজ্রপাত এবং ঝড় দেশের ৩২ রাজ্যকে প্রভাবিত করেছে। পাশাপাশি ১৯০১ সালের পর এই বছর দেশে সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গেছে। শুধুমাত্র বন্যার কারণেই দেশে ১,৩৭৬ জন প্রাণ হারিয়েছেন।
রিপোর্টে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সরকারের পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। প্রাকৃতিক জলাধার, জল নিষ্কাশন সবুজায়নের মতো কার্যকরী পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।